Home » » ব্রডব্যান্ড ইন্টারনেট স্পীড ২০% বাড়িয়ে নিবেন (How to Increase your Internet Speed)

ব্রডব্যান্ড ইন্টারনেট স্পীড ২০% বাড়িয়ে নিবেন (How to Increase your Internet Speed)

উইন্ডোজ সর্বদা তার জন্য ব্যান্ডউইথ এর ২০ শতাংশ রিজার্ভ করে থাকে । চলুন দেখি আমরা কিভাবে তা ফেরত পেতে পারি । এই ট্রিক্স টা এক্সপি ও সেভেন এ কাজ করে ।
যেভাবে করব:-
১. প্রথমে স্টার্ট মেনু তে যেয়ে  gpedit.msc  লিখে রান করুন ।
২. Local Group policy editor নামে একটি উইন্ডো আসবে । এবার বাম পাশে Computer Configuration এর নিচে Administrative Templates এ ক্লিক করুন । তারপরে ক্লিক করুন Network অপশন এ । তারপরে QOS Packet Scheduler  অপশন টি তে ।  সর্বশেষে Limit Reservable Bandwidth এ ।এখন নতুন উইন্ডো আসবে ।
অর্থাৎ Local Computer Policy-->Computer Configuration-->Administrative Templates-->Network-->QOS Packet Scheduler-->Limit Reservable Bandwidth
৩. এবার ই আসল খেলা , এখানে যদি Not configured চালু করা থাকে , তাহলে Enable এ মার্ক দিএ অপশন টি চালু করুন । নিচের দিকে Bandwith লিমিট এর ঘরে 20% এর স্থানে ০ বসিয়ে দিন । ওকে করুন এরপর বেরিয়ে আসুন ।
এরপর থেকে সিস্টেম আর কোন ব্যান্ডউইথ সংরক্ষন করবে না । আপনার ইন্টারনেট স্পীড দেখেন বেড়ে গেছে।
টিউটোরিয়াল টির ইউটিউব লিঙ্ক : http://www.youtube.com/watch?v=bEdP3bJXWG8

0 comments:

Post a Comment

Please Comments and share your Friends Circle

 
Sitemap | HOME | Privecy-Policy
Copyright © 2013. Free Download - All Rights Reserved
Proudly powered by Technologybd.net
Template Design by Md.Murad Hosen